সোমবার ১০ জানুয়ারী ২০২২ - ১৮:৪৫
ইমাম সাদিক (আঃ)

হাওজা / একে অপরের সাথে সুদৃঢ় যোগাযোগ করুন, সমবেদনা করুন, করুণাময় হন এবং ধার্মিক ভাই হন, যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন।

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

قال امامنا الصادق عليه السلام:

تَواصَلوا و تَبارُّوا و تَراحَموا و كُونُوا إخوَةً بَرَرَةً كَما أمَرَ كُمُ اللّه.

ইমাম সাদিক (আঃ) হতে বর্ণিত:-

তিনি বলেছেন:- একে অপরের সাথে সুদৃঢ় যোগাযোগ করুন, সমবেদনা করুন, করুণাময় হন এবং ধার্মিক ভাই হন, যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন।

( উসূল -আল-কাফী, খণ্ড ২, পৃ. ১৭৫ )

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha